দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় পাশের হারে শীর্ষে অবস্থান করছে রংপুর জেলা। অন্যদিকে সবশেষ অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।
আজ রোববার, ১৩ ফেব্রুয়ারি দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল বিশ্লেষন করে এ তথ্য জানা যায়।
বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে পাসের হারে প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। এখানে পাসের হার ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর সর্বশেষে অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা। পাসের হার ৮৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়াও ৯৪ দশমিক ৫৮ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে লালমনিরহাট জেলা, ৯৩ দশমিক ২৩ শতাংশ পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী জেলা, ৯২ দশমিক ৫১ শতাংশ পাসের হারে চতুর্থ অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা, ৯১ দশমিক ৬৫ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে কুড়িগ্রাম, ৯০ দশমিক ৪৮ শতাংশ পাসের হারে ষষ্ঠ অবস্থানে গাইবান্ধা এবং ৯০ দশমিক ৪৬ শতাংশ পাসের হার নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা।
রংপুর জেলায় জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৭৫ জন, দিনাজপুর জেলায় দুই হাজার ৮৪৮ জন, নীলফামারীতে এক হাজার ৭০০ জন, গাইবান্ধায় এক হাজার ৬৭২ জন, কুড়িগ্রামে এক হাজার ৬২ জন, লালমনিরহাটে ৬৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ জন এবং পঞ্চগড়ে জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন।