বনানী অগ্নিকান্ড : না ফেরার দেশে পাটগ্রামের আবির

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন লালমনিরহাটের  পাটগ্রাম পৌরসভার কলেজ পাড়া এলাকার আনজির সিদ্দিক আবির। তিনি পাথর ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাচ্চুর ছেলে।

বৃহস্পতিবার, ২৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

এর আগে অগ্নিকান্ড শুরুর পর থেকে নিঁখোজ ছিলেন নিহত আবির। পরে ওই ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে নিয়ে যাওয়া হয়।

আনজির সিদ্দিক আবির ওই ভবনের ১৪ তলায় থাকা মিকা সিকিউরিটিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, নিহত আবির সর্বশেষ বাড়িতে এসেছিলেন গত ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে। তিনি এসময় তার চাচাতো ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুর হয়ে নির্বাচন করতে বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

আনজির সিদ্দিক আবিরের মা তাসরিফা খানম পাটগ্রামের একট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আবীরের পারিবারিক সুত্রে জানা গেছে ২৯ মার্চ, শুক্রবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।

এইচএ/রাতদিন