মোবাইলে গালিগালাজের অভিযোগে মিজানুর রহমান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার, ৯ মার্চ রাত নয়টার দিকে ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর মাহিগঞ্জ রঘুর বাজার এলাকায় । এ ঘটনায় শুভ নামের অপর এক যুবক আহত হয়েছে।
এ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে রবিউল ও রাজু মিয়া নামের দুজনকে আটক করেছে পুলিশ।
মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবি/রাতদিন