রংপুরে যুবদলের মিছিলে পুলিশি বাধা

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে  খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে  রংপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার, ৪ এপ্রির দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি  বের হওয়ার পরপরই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন যুবদল নেতাকর্মীরা।

এত বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপিত নাজমুল ইসলাম নাজু ও সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু।

এসময় সেখানে ছিলেন রাকিব হোসেন, ফারুক আহমেদ, মোজ্জামেল, শাহ জিল্লুর রহমান জেম্স, আকিবুল রহমান মনু, মাহামুদুল হাহাসান, মমিনুল ইসলাম সজিব, মনিরুজ্জামান সুইডেন, লিখন চৌধুরী ও বর্ষণ আহমেদ বিপ্লব প্রমুখ।

এইচ/রাতদিন

সাথে থাকুন...