হাতীবান্ধায় টি-২০ ক্রিকেটে ‘ড্রিম ইলেভেন’ চ্যাম্পিয়ন

লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত হলো টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে চ্যাম্পিয়ন হয় ‘ড্রিম ইলেভেন’ একাদশ।

সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে এইচএসসি-২০১৮ ব্যাচের সংগঠন ‘সেবার সূর্যোদয়’ এ টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ‘ড্রিম ইলেভেন’ ও ‘হাতীবান্ধা টাইগার্স একাদশ’। এর আগে খেলার উদ্বোধন করেন সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরল আমিন।

ছবি : রাতদিন.নিউজ

খেলা শেষে সন্ধ্যায় উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা সরকারি এস এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনজুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম নয়ন, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান রিপন এবং আয়োজক সংগঠনের সদস্যরা।

আরইসলাম/০৩.০১.১৯

মতামত দিন