অনুপযুক্ত যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধের নির্দেশ

অনুপযুক্ত ফিটনেসবিহীন গাড়িতে তেল-গ্যাস-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে বুধবার, ২৩ অক্টোবর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

আইনজীবী মঈন বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত।

লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন করেনি এমন ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়িকে দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে গত ২৩ জুলাই নির্দেশ দেয় হাই কোর্ট।

ওই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিআরটিএ ও পুলিশের মহাপরিদর্শকের দেয়া প্রতিবেদনে বলা হয়, ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির মধ্যে গত দুই (১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) মাসে ফিটনেস নবায়ন করেছে ৮৯ হাজার ২৬৯টি গাড়ি।

এনএইচ/রাতদিন