আজ রাতে, আকাশ ছেয়ে যাবে উল্কাবৃষ্টিতে

আজ বুধবার, ২২ এপ্রিল রাতে দেশের আকাশে মহাজাগতিক আলোর উল্কাবৃষ্টির দেখা মিলবে । বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেখা যাবে মহাজাগতিক উল্কাবৃষ্টির এই দৃশ্য।

জ্যোতির্বিজ্ঞানের কয়েকটি ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে আটটা থেকেই শুরু হবে উল্কাপাত। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকেও।

মহাকাশ বিজ্ঞানীদের মতে, এ সময়ে প্রতি ঘণ্টায় ২০ অথবা তারও বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠতে দেখা যাবে আকাশে। এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই ঘোরে পৃথিবী। তাই কোন জায়গা থেকে দেখা যাবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যেকোনো স্থান থেকেই দেখা যেতে পারে এই মহাজাগতিক দৃশ্য।

উল্কাবৃষ্টি বৃষ্টির মতোই আকাশ থেকে পড়ে। তবে এটি দেখা যায় শুধু রাতে। দেখে মনে হয়, আকাশের তারা বুঝি খসে পড়ছে মাটিতে। এই পড়ন্ত বস্তুগুলো পৃথিবীর কাছাকাছি এলে বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। দেখে মনে হয় যেন আতশবাজির বৃষ্টি পড়ছে। এটাই উল্কাবৃষ্টি।

জেএম/রাতদিন