আদিতমারীতে মধ্যরাতে প্রতিমা ভাংচুর, আটক ২ যুবক

প্রতিমা ভাংচুরের ঘটনায় লালমনিরহাটের আদিতমারীতে এক যুবককে আটক করে গনধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে আরেকজনকে আটক করে।

মঙ্গলবার, ১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি রাধাবল্লভ দূর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে আটক ওই দুজনকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে পঁচা মিয়া (২২) ও জালাল উদ্দিনের ছেলে আব্দুল হাকিম।


পুলিশ ও স্থানীয়রা জানান, আসন্ন শারদীয় দূর্গাৎসবে কিসামত বড়াইবাড়ি রাধাবল্লব দূর্গামন্দিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সনাতন ধর্মালম্বীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক হঠাৎ মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে।

স্থানীয়রা বুঝতে পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পঁচা নামে এক যুবককে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। আটক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেছে কিসামত বড়াইবাড়ি রাধাবল্লব দূর্গামন্দিরে সেক্রেটারী অমল কুমার।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেএম/রাতদিন