ভারতের আসাম ও মেঘালয়সহ উজানে আগামী এক বা দুই দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। এর প্রভাবে চলতি সপ্তাহ শেষে আরো বড় বন্যার শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে। যা এক মাসের বেশি সময় অবস্থান করতে পারে।
আজ মঙ্গলবার, ৭ জুলাই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।
বর্তমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে ভারতের আসাম ও মেঘালয়সহ উজানে ভারী বৃষ্টিপাত হবে। যার পানি আবারো চাপ বাড়াবে দেশের প্রধান নদীগুলোতে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের বন্যার শঙ্কা তৈরি হয়েছে। যা এক মাসের বেশি সময় অবস্থান করতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চলমান বন্যার পানি আগামী দু–এক দিনে কমে আবারও বাড়তে শুরু করবে। দেশের উত্তরাঞ্চলের সাত–আটটি জেলায় এই বন্যা ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে বিশেষজ্ঞদের উদ্ধৃত দিয়ে প্রথম আলোয় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত ২৭ জুন থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে শুরু হওয়া এবারের বন্যার ধরণ অনেকটা ’৯৮-এর মতোই।
এবি/রাতদিন