ইয়াবার বড় চালানসহ পুলিশের হাতে ধরা কুড়িগ্রামের খায়রুল

বিশেষ অভিযান চালিয়ে খায়রুল হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

আজ বুধবার, ২৫ আগস্ট তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার, ২৪ আগস্ট সন্ধ্যায় সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মাদক কারবারি খায়রুল হোসেন সদরের গারু হারা সরকার পাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হতে মাদকের একটি বড় চালান কাঠালবাড়ির উদ্দেশ্যে রওনা করেছে- এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে এস আই প্রলয় বর্মা, এস আই কাইয়ুম, এসআই আমিনুল, এএসআই শাহিন, এএসআই আরিফ ও এসআই শামীম এই অভিযান পরিচালনা করে। অভিযানে সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকা হতে ৭৫০ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।

আজ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন

মতামত দিন