ঈদে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় মহসড়কে পুলিশি টহল

ঈদে পেশাদার দক্ষ ড্রাইভার ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য মহাসড়কে পুলিশি টহল থাকবে। সন্দেহজনক গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে।

রোববার, ১৯ মে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ব্লক রেইড দেয়া হবে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে।

বেশিরভাগ মানুষ ঈদে বাড়ি যাওয়ার পর রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তায় টহল জোরদার করা হবে। ঈদের সময়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।

তিনি বলেন, যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জঙ্গি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গী হামলার কোন আশঙ্কা নেই, তাছাড়া এমন কোনও তথ্য নেই। তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থা তৎপর আছে।

এনএইচ/রাতদিন