সম্পা। বয়স ৮। প্রতিবন্ধী। হাত- পা শুকিয়ে সরু হয়ে গেছে। মেরুদন্ডের সমস্যার কারণে দাঁড়াতে, হাঁটতে পারেনা। বলতে পারে না কোন কথা।
তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মদাজালফাঁড়া গ্রামে।
একটি কাঠের তৈরী হুইল চেয়ারে বসে থাকেন। প্রসাব- পায়খানা, গোসল করতে হয় মায়ের কোল চড়ে।
মা নাজমা জানান, ওজন বেড়ে যাওয়ায় খুব কষ্ট হয়। ভাড়াটে অটো চালক বাবার সামার্থ্য নেই একটি কমোডযুক্ত হুইল চেয়ার কেনার।
প্রতিবন্ধী সম্পাকে নিয়ে ‘একটি কমোডযুক্ত হুইল চেয়ার চাই’ শিরোনামের এই স্ট্যাটাসটি ফেসবুকে দিয়েছেন কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক ফারুক। সেই স্ট্যাটসটি পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে।
স্ট্যাটাসটির শেষে সাংবাদিক ফারুক লিখেছেন, ‘তাই এই পরিবারটি কিছুটা কষ্ট লাঘবের জন্য একটি কমোডযুক্ত হুইল চেয়ার চায়। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’
এবি/রাতদিন