গত শনিবার, ৯ ফেব্রুয়ারি নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দলের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীদের সঙ্গে স্কাইপেতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় করেন।
সেখানে সিদ্ধান্ত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা করার।
আর সেই সিদ্ধান্তের পর বেশ কয়েকজন বিএনপি প্রার্থী নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন।
বুধবার রাতে ওই প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মামলাগুলোর একটি বিবরণী পাঠিয়েছেন গণমাধ্যমে।
বিবরণীতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী মামলা করেছেন।
১৩ ফেব্রুয়ারি বুধবার বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আব্দুল হাই ও ভোলা-২ আসনের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম মামলা করেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিভিন্ন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এমএইচ/রাতদিন