করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫, আক্রান্ত ৪১

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া মারা গেছেন আরো ৫ জন। মোট মারা গেছেন ১৭ জন।

মঙ্গলবার, ৭ এপ্রিল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সের নিচে আছে একজন। ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে চার জন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সাত জন। ষাটোর্ধ্ব আছেন পাঁচ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, এই ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকায় আক্রান্ত হয়েছেন, ১৫ জন নারায়ণগঞ্জের, একজন কুমিল্লায়, একজন কেরানীগঞ্জে এবং এক জন চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, নতুন করে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ঢাকায় মারা গেছেন ২ জন এবং ঢাকার বাইরে তিন জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি। তাই মোট সুস্থ ৩৩ জনই আছেন।

জেএম/রাতদিন