কলেজ যাওয়ার পথে ইভটিজিং, পাটগ্রামে যুবকের কারাদন্ড


কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে লালমনিরহাটের পাটগ্রামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম রিপন আলম।

বৃহস্পতিবার, ০১ আগস্ট ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত রিপন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায়ই উত্যক্ত করত রিপন। শিক্ষার্থীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে রিপনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত ওই দন্ডাদেশ দেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।