লালমনিরহাটের হাতীবান্ধায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে উপজেলা ছাত্রলীগ। কর্মক্লান্ত দিন শেষে মানুষ যখন প্রশান্তির জন্য ঘুমিয়ে পড়ে, রাতজাগা পাখির মতো সে গভীর রাতেও নিজেদের কাঁধে, মাথায় বহন করে খাবার ও সবজি পৌছে দিচ্ছেন কর্মহীনদের দুয়ারে দুয়ারে।
এর ধারাবাহিকতায় সোমবার, ১৮মে মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের প্রায় ২৮ টি পরিবারের মাঝে নানা ধরণের সবজি পৌছে দেন তারা।
এর আগে ১৭ মে রাতে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের সার্বিক সহযোগিতায় কয়েক শ’ দুস্থ পরিবারের মাঝে খাবার পৌছে দেয়া হয়।
খাবার হিসেবে এসব প্যাকেটে ছিলো আলু, শাক, কুমড়া, ডিম, চাউল, ডাল, তেল, লবন, চিনি, আটাসহ অন্যান্য সামগ্রী।
এ কার্যক্রমে অংশ নেন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, সম্পাদক পারভেজ হোসেন, উপজেলা ছাত্রলীগের কার্যকারী সদস্য কবিউর আলম নিরু, মারুফ হাসান মিরু, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাদুন্নবী উজ্জল, সাধারন সম্পাদক মহিদুল ইসলাম জুয়েল, সিংগীমারী ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক তারিকুল ইসলামসহ আরও অনেকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলছিলেন, আমরা উপজেলা ছাত্রলীগ ধারাবাহিক ভাবে কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণ করে আসছি। এবার তাদের মাঝে নানা প্রকার সবজি দিই। এ কাজে উপজেলা আ.লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ সার্বিক সহযোগিতা করছেন।
উপজেলা ছাত্রলীগ কর্মহীনদের জন্য নিরলস কাজ করে যাবে বলেও জানান এই ছাত্রনেতা।
জেএম/রাতদিন