কালীগঞ্জে কর্মহীনদের পাশে ‘অনলাইন চাষী পরিবার’

করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে কর্মহীন থাকা দিনমজুর ও শ্রমজীবী মানুষদের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে জাতীয়তাবাদী অনলাইন চাষী পরিবার।

মঙ্গলবার, ৭এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

লালমনিরহাট-২ আসনের সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণে সহযোগিতা করেন জাতীয়তাবাদী অনলাইন চাষী পরিবারের কেন্দ্রীয় আহবায়ক আলী হোসেন ।

খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ছবি: রাতদিন

এ সময়খাদ্য সামগ্রী পেয়ে দিনমজুর ও শ্রমজীবী মানুষদের অনেকেই খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তারা বলেন, ‘লজ্জায় ত্রাণ চাইতে পারি না। কিন্তু সেটা বুঝতে পেয়ে আমাদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। আল্লাহ তাদের ভালো করুক।’

আহবায়ক আলী হোসেন বলেন, আপাতত আমরা সামন্য কিছু ত্রাণ বিতরণ করেছি। যেহেতু আমাদের সামনে কঠিন সময় আসছে, তাই সেদিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

লালমনিরহাট-২ আসনের সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশে এখন করোনা ভাইরাসের মহামারি শুরু হয়েছে। আমাদের সর্তক হয়ে চলতে হবে। দেশের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এনএ/রাতদিন