কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

সংগৃহীত প্রতীকী ছবি
0


‘রেলক্রসিংটিতে কোনও গেটম্যান নেই। পথচারীসহ যানবাহন চলাচলকারীদের নিজ দায়িত্বে পারাপারের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড রয়েছে’

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৮) নামের একজন  নিহত হয়েছেন। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা। নিহত আজাদ গজঘন্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

শুক্রবার, ১১ জানুয়ারি সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কাজিরহাট বাণিনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আলীকুজ্জামান টিটু (৪০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তারা একটি মোটরসাইকেলে ক্রসিংটি পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় বুড়িমারীগামী একটি ট্রেন  ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

আহত আলীকুজ্জামান কুড়িগ্রামের উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার। তারও বাড়ি গঙ্গাচড়ার গজঘন্টায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, ‘রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে’।

‘রেলক্রসিংটিতে কোনও গেটম্যান নেই। পথচারীসহ যানবাহন চলাচলকারীদের নিজ দায়িত্বে পারাপারের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড রয়েছে’ জানিয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের(ডিআরএম) দায়িত্বে থাকা মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক’।

টিএ/১১.০১.১৯

মতামত দিন