কুড়িগ্রামে আরও এক যুবক করোনায় আক্রান্ত, জেলায় ১১

কুড়িগ্রামে আরো এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। নাগেশ্বরী পৌরসভা এলাকার ২৫ বছর বয়সী ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ ফিরেছে। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ জনে দাড়ালো।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বিকেলে রংপুর মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। এদিন জেলার ৩২টি নমুনার ফলাফলে একটি পজেটিভ ও ৩১টি নেগেটিভ পাওয়া গেছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৫ জন, রৌমারীতে ৩ জন, ফুলবাড়ীতে ১ জন, চিলমারীতে ১ জন ও নাগেশ্বরী উপজেলায় ১ জন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১০ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।

এ পর্যন্ত জেলা থেকে ৪৭১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ৩২৩ জনের।

জেএম/রাতদিন