কুড়িগ্রামে দু’দফার বন্যায় ১৯ জনের মৃত্যু, চিলমারীতে এখনো পানিবন্দি লাখো মানুষ

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। তবে এখনো মানুষের দুর্ভোগ কমেনি। ব্রহ্মপূত্র অববাহিকায় এখনো অনেক পরিবার পানিবন্দি। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তারা হাঁট-বাজার যেতে পারছে না। বিশেষ করে চিলমারী উপজেলার দেড় লাখ মানুষ এখনো পানিবন্দি রয়েছে। এদিকে দুই দফার বন্যায় জেলায় বন্যার পানিতে ডুবে ১৯ জনের প্রাণহানী ঘটেছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, প্রথমদফা বন্যায় ৯টি উপজেলার ২২টি ইউনিয়নের মোট ১৬ হাজার ১০০ পরিবার ক্ষতিগ্রস্ত এবং ১১ জন পানিতে ডুবে মারা যায়। দ্বিতীয় দফা বন্যায় ৫৬টি ইউনিয়নে ৬৩ হাজার ১৩০টি পরিবার পানিবন্দি হয়েছে বলে জানানো হয়। এ দফায় পানিতে ডুবে মারা যায় ৮ জন। বন্যায় ৩২টি পয়েন্টে ৭ কিলোমিটার নদী ভাঙন হয়েছে।

বন্যায় বীজতলা, আউশ, পাট, মরিচ ও শাকসবজীর ক্ষতি হয়েছে প্রায় ৭ হাজার ৭৬৭ হেক্টর জমিতে। বর্তমানে ১৩২টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮৫৬ পরিবার আশ্রয় নিয়েছে।

এখন পর্যন্ত সরকারিভাবে ৫৬ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ঈদ উপলক্ষে ৪ লাখ ২৮ হাজার ৫২৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এবি/রাতদিন