কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে গরুর এক মণ পচা মাংস জব্দ করা হয়েছে।ইউএনও এর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
সোমবার, ২৬ আগষ্ট দুপুরে স্থানীয় খরিবাড়ী বাজারে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাছুমা আরেফিন।
জানা গেছে, খরিবাড়ী বাজারে স্থানীয় ভাঙ্গামোর ইউনিয়নের মৃত তৈয়ব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) ও শরিয়তুল্লাহের ছেলে তাজুল ইসলাম (৩২) পচা মাংস বিক্রয় করছিলেন খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাংস বিক্রেতা শফিকুল ও তাজুল পালিয়ে যায়।
পরে ইউএনও ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম প্রায় এক মণ পচা মাংস জব্দ করেন।ইজারাদারকে জব্দকৃত এসব পচা মাংস পুতে ফেলার নির্দেশ দেন ইউএনও।
ইউএনও মোছা মাছুমা আরেফিন জানান, মাংস বিক্রেতাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।
এনএইচ/রাতদিন