কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাগনের হাতে মামা মজির উল্যাহ (৬২) খুন হয়েছেন। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়।
শুক্রবার, ২৪ জুন সকালে ভাগনে আসাদুল ইসলাম (৪৩) ও তার ছেলে আল আমিনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের গাবেরতল এলাকার তেলিপাড়ায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, মজির উল্লাহ ও তার প্রতিবেশী আসাদুল ইসলাম দূরসম্পর্কের মামা-ভাগনে। দুজনের বাড়িসংলগ্ন একটি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার বিকালে আসাদুল ইসলামের জমির সীমানার ভেতরের একটি কাঁঠাল গাছের ডাল মজির উল্লাহর রান্নাঘরের চালের উপর পড়ে।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আসাদুল ও তার ছেলে আল-আমিন মজির উল্লাহকে কিল-ঘুসি মারতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সেখানেই মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে আসাদুল, তার মা আছমা (৫৯), স্ত্রী আর্জিনা খাতুন (৩৪) ও ছেলে আল-আমিনকে আসামি করে থানায় মামলা করেছেন।
নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) তামবীরুল ইসলাম মৃত্যু ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।