কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে অনন্য উদ্যোগ

মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

মুক্তিযোদ্ধাদের ছবি ও মুক্তিযুদ্ধকালীন তাদের বিভিন্ন তথ্যের পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে তাদের দুই হাতের ছাপ। যা আগামী ২৬ মার্চের আগে শেষ করে ভলিউম আকারে সংরক্ষণ করা হবে।

বৃহস্পতিবার, ৭ মার্চ সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

ছবি : সংগৃহীত

জানা গেছে, জেলার ৯টি উপজেলাতেই সকল জীবিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম ধাপে সদর উপজেলার ৬১৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ৩৬৮ জন মুক্তিযোদ্ধাদের দু’হাতের ছাপ নেয়া শুরু হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন আগামী ২৬ মার্চের আগেই এই কর্মসূচি শেষ করার উদ্যোগ নিয়েছে। জেলায় পর্যায়ক্রমে জীবিত ২ হাজার ৭৩০ জন মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতেই এই কার্যক্রম চালিয়ে। যা ছয়টি ভলিউমের মাধ্যমে সংরক্ষণ করা হবে।

এবি/রাতদিন