কুড়িগ্রামে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার, ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানায় আটকদের হস্তান্তর করে র‍্যাব-১২। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- উপজেলার পশ্চিম পাথরডুবি গ্রামের মহির উদ্দিন (৩৮), আবদুর রাজ্জাক (৩২) ও মাঈদুল ইসলাম (৩০)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪০৮ পিস ইয়াবা, তিনটি মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার জানান, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এনএ/রাতদিন