কুড়িগ্রাম-গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, সীমান্তের ওপারেও বর্ষণের পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।  ফলে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একইসাথে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে।

আজ বুধবার, ২২ জুলাই পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

জানানো হয়, সারাদেশে পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৭২ টির, হ্রাস পেয়েছে ২৮ টির ও অপরিবর্তিত রয়েছে ১ টির। আর বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৯ এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ৩০ টি।

এদিকে সীমান্তের ওপারের ভারতীয় জেলাগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গজুড়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতীয় গণমাধ্যম জানায়, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে। হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। এছাড়া সমুদ্র থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে মালদা সহ দুই দিনাজপুরেও। আজ বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। এ বার সেখানে ‘লাল সতর্কতা’ জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমা ছাড়়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায়।

এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, মিরাট, গোরক্ষপুর ভাগলপুর, সিকিমের হিমালয় সংলগ্ন এলাকায়। এছাড়াও রাজস্থান ও কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে একদিকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এবং অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণের কেরালা, কর্ণাটক-সহ বেশ কিছু রাজ্যে।

এবি/রাতদিন