কৃষকরা যাতে মূল্য পায়, এজন্য পেয়াজ আমদানী করা হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘এবারে পিঁয়াজ আমদানী না করে নিজেদের উৎপাদন দিয়ে চাহিদা পূরণের জন্য সরকার উদ্যাগ নিয়েছে। সীমান্তে যে হত্যাকান্ড ঘটছে তা অনিয়মিত ঘটনা, একারণে ভারতের সাথে বাণিজ্যে কোন প্রভাব পড়বেনা।’

শনিবার, ২৫ জানুয়ারি সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাড়ীতে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। দু’দিনের সফরে রংপুরে এসেছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আগে থেকে না জানিয়ে ভারত হঠাৎ করে পিঁয়াজ বন্ধ করে দেয়াটা আমাদের জন্য একটি শিক্ষা। তাই এবারে আমদানী না করে দেশের কৃষকদের মুনাফা বাড়িয়ে নিজস্ব উৎপাদন দিয়ে বাজারের চাহিদা মেটানোর পরিকল্পনা করেছে সরকার।

এসময় তিনি ভারতের সাথে বানিজ্য ঘাটতি পূরণে রফতানী বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান।

জেএম/রাতদিন