কম পুঁজিতে বেশি লাভের আশায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকায় বাড়িতে অবৈধভাবে চলছিলো মদের ব্যবসা। ঘোকসাডাঙ্গা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এর মধ্যে বেশ কয়েকটি মদের ‘ঘাঁটি’ উচ্ছেদ করে। গ্রেপ্তার করে মদ বিক্রেতাদেরকেও।
এর পরও পুরোপুরি বন্ধ হয়নি অবৈধ এই মদের ব্যবসা। রুইডাঙ্গা গ্রামের বেশ কিছু বাড়িতে অবাধে ব্যবসা চলছিলো বলে অভিযোগ ওই এলাকার মহিলাদের। তাদের দাবি এতে এলাকার যুবকরা বিপথগামী হচ্ছে, বেড়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ।
অবৈধ মদ ব্যবসা বন্ধে এলাকার মহিলারা ওই বিক্রেতাদেরকে মদ বিক্রি বন্ধের দাবি জানালে তারা সম্মত হন এবং নারীদেরকে মুচলেকা দেন যে তারা মদ বিক্রি করবে না।
মুচলেকা দেয়ার পর ৩/৪ জন মদ বিক্রি বন্ধ করলেও একজন তা চালিয়ে যেতে থাকেন।
এ অবস্থায় শুক্রবার, ৩১ মে এলাকার নারীরা ওই মদ বিক্রেতার বাড়িতে চড়াও হন। ঘটনার আকস্মিকতায় ওই মদ বিক্রেতা বাড়ি থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই বাড়ী থেকে ২৬ বোতল দেশী মদ উদ্ধার করে।
অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গ্রামের নারীদের এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ।