গঙ্গাচড়ায় করোনায় আক্রান্ত বেড়ে ১৫, আছেন পুলিশ-ব্যাংকার-শিক্ষক

রংপুরের গঙ্গাচড়ায় নতুন করে আক্রান্ত ৪ জনসহ উপজেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫ জনে পৌছালো। গতকাল রোববার উপজেলাটিতে রেকর্ড ৪ জনের করোনায় সংক্রমণ শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে পুলিশ কনস্টেবল, সোনালী ব্যাংক কর্মকর্তা, চা ব্যবসায়ীসহ একজন সাধারণ ব্যক্তি রয়েছেন।

সর্বশেষ গত ৭ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে যে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে এই উপজেলারই ৪ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলায় আক্রান্ত ১৫ জনের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও এক কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রের ২ জন, ব্যবসায়ী ২ জন, শিক্ষক ১ জন, গার্মেন্টস কর্মী ৩ জন, জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী ১ জন।

সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, আক্রান্তের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৭ জন। গতকাল নতুন করে আক্রান্ত ৪ জনকেও হোম আইসোলেশনে রাখা হয়েছে।

জেএম/রাতদিন