গাইবান্ধায় আল্লাহর দল’র আঞ্চলিক সদস্য গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল’র আঞ্চলিক নায়ক সমমর্যাদার সক্রিয় সদস্য শাহরিয়া রোকন (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার, ১২ নভেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তুজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার, ১১ নভেম্বর গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার এলিসা সুপার মার্কেটে এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল’র আঞ্চলিক নায়ক আল শাহরিয়া রোকনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়া গাইবান্ধার কূপতলা এলাকার তৈয়ব আলীর ছেলে বলে জানাগেছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পিয়াল ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন।

গ্রেপ্তার রোকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনএ/রাতদিন