চালক ‘হত্যার’ বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ

চট্রগ্রামে শ্যামলী পরিবহনের চালক জামাল উদ্দিনকে ‘হত্যার’ বিচার দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন , রংপুর বিভাগীয় কমিটি ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল নগরীর কামারপাড়া বাসস্টান্ড থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল কাচারী বাজারে গিয়ে শেষ হয়। এর নেতৃত্বে ছিলেন রংপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

মিছিল শেষে রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুস্তোম আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মধু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ রতন, রিয়াদ, আবু বক্কর সিদ্দিক পলাশ, এম এ মালেক মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ ও দিদার প্রমুখ।

এবি/রাতদিন