জলঢাকায় লেডিস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন

নীলফামারীর জলঢাকায় লেডিস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও  সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সহযোগিতায় লেডিস ক্লাবের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

মঙ্গলবার, ১৯ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সভাপতি জাহানারা জেবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ রাবেয়া আলীম।

প্রধান অতিথির বক্তব্যে রাবেয়া আলীম বলেন, ‘নারী উন্নয়নকে আরও বেগবান করতে হলে লেডিস ক্লাবকে অবহেলিত নারীদের পাশে দাড়াতে হবে। আপনারা সমাজের অসহায়-দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদের প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। তাদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস ও লেডিস ক্লাব সহ-সভাপতি নাফিসা তাসনিম।

ক্লাবের সাধারন সম্পাদক সেলিমা বেগমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য রেহেনা পারভীন।

পরে প্রধান অতিথি স্টাফ কোয়াটারের ভিতরে ক্লাবের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করেন।

জেএম/রাতদিন