জলঢাকায় স্বাস্থ্য সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা

নীলফামারীর জলঢাকায় কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দিনব্যাপী ল্যাম্প প্ল্যান শো প্রকল্পের আয়োজনে জলঢাকা সিএলসি হল রুমে আয়োজিত হয়। কর্মশালায় অংশ নেয় জলঢাকা প্রেসক্লাবের সদস্যরা।

কর্মশালায় কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা ভ্রান্ত ধারনা, সেক্সুয়াল এবং জেন্ডার সমতার উপর সঠিক রিপোর্ট রাইটিং এর উপর ধারণা দেওয়া হয়।

এছাড়াও কোভিড-১৯ বিষয়ে সাংবাদিকরা যাতে ভীতিকর সংবাদ প্রচার না করেন সে বিষয়ে সকলকে আহবান করা হয়।

উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ল্যাম্ব প্ল্যান শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফ্রান্সিস হাজং।

কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ হেলথ স্পেশালিষ্ট শো প্রকল্প মাহাফুজার রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেন্ডার স্পেশালিষ্ট মর্জিনা মাসুদ,ল্যাম্ব প্ল্যান শো প্রকল্প জলঢাকা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া রাসেল, ল্যাম্ব প্ল্যান শো প্রকল্প জলঢাকা কমোনিকেশন কো-অর্ডিনেটর কাজল কুমার প্রমূখ।

আরআই/রাতদিন