দেশের সব জেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। আগামী বছরের ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই এ কাজ শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মলেন কক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ বিষয়ে তাগিদ দেওয়া হয় বলে দৈনিক কালের কন্ঠ’র এক খবরে জানা গেছে। জেলা পরিষদের নিজস্ব ব্যয়েই এসব ম্যুরাল স্থাপন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সে হিসাবে ২০২০ সালে তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ২০২০ সালের ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
এবি/রাতদিন