টি-২০তে সর্বাধিক ছক্কার রেকর্ড এখন রোহিত শর্মার

এতদিন ক্যারিবীয় দানব ক্রিস গেইলের দখলে ছিল টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। গেইলকে পেছনে ফেলে টি-২০ তে সবচেয়ে বেশী ছক্কার রেকর্ডে এবার ভাগ বসালেন ভারতের রোহিত শর্মা। তার মোট ছক্কা ১০৭টি।

ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৬৭ রান করেন রোহিত। তাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। সুনীল নারিনকে মিড উইকেটে ছয় মেরে গেইলকে টপকে যান তিনি।

৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবার উপরে রয়েছেন রোহিত। তার আগে শীর্ষে থাকা গেইল ৫৮টি ম্যাচ খেলে ১০৫ টি ছয় নিয়ে রোহিতের পরেই রয়েছেন। মার্টিন গাপটিল তালিকায় ১০৩ ছয় নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে ।

টি-টোয়েন্টির সর্বাধিক রান সংগ্রাহকও এই ভারতীয় ওপেনার। একই সঙ্গে এই ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটিও তার। চারটি সেঞ্চুরি নিয়ে রোহিত শর্মা রয়েছেন সবার উপরে।

শান্ত/রাতদিন