বিভিন্ন দাবীতে কালীগঞ্জে তামাকচাষী-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বিড়ি শিল্পের উপর কর প্রত্যাহার ও তামাক চাষীদের সুরক্ষার দাবীতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা তামাকচাষী ও ব্যবসায়ী সমিতি। ”শিল্প বাঁচাও, তামাক চাষী বাঁচাও” এই শ্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে তামাকজাত পণ্যে অতিরিক্ত কর প্রত্যাহারসহ বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবী জানানো হয়।

বৃহষ্পতিবার, ৯ মে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তামাকচাষী ও ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক।

সম্মেলনে বিড়ি শিল্পের উপর ধার্যকৃত শুল্ক হ্রাস,তামাকের ন্যায্যমূল্য প্রদান,তামাক চাষীদের সুরক্ষায় সরকারী নীতিমালা প্রনয়ন, সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ সহ বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসাবে ঘোষণার দাবী জানান হয়।

সম্মেলনে সমিতির সভাপতি মজিবর রহমান, তামাকচাষী এরশাদুল হক ও মনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মাঝে সম্মেলনে উপস্থিত ছিলেন, মহুবার রহমান, সোলেমান আলী, দুলাল হোসেন, ফয়জার আলী প্রমূখ।

জেএম/রাতদিন