তুষভান্ডারে ছাহেরা মোটরসের নতুন শো-রুম চালু

লালমনিরহাটের কালীগঞ্জে ছাহেরা মোটরসের নতুন শো-রুম চালু হয়েছে। উপজেলার তুষভান্ডার বাজারে (পূর্ব মাথা) আজ সোমবার, ২০ জুলাই বিকেলে শো-রুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান। ছাহেরা মোটরস হিরো ব্রান্ডের মোটরসাইকেল বিক্রি করে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।

সেখানে আরও ছিলেন ছাহেরা মোটরসের স্বত্বাধিকারী সাদেকুজ্জমান মিঠু, হিরো মোটরসের টেরিটরি ম্যানেজার(সেলস) ওলিয়ুল ইসলাম, হিরো মোটরসের টেরিটরি ম্যানেজার( সার্ভিস) উজ্জল কুমার, ছাহেরা মোটরসের সার্ভিস সুপারভাইজার নুর আলম লিখন, সহকারী ম্যানেজার আব্দুল ওয়াহেদ ও  মেহেদী হাসান।

তুষভান্ডারে হিরোর বাজারজাতকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হিরোর সব মডেলের ওপর সহজ শর্তে ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে হিরো বাইক কেনা যাবে। হিরো তাদের এ অফারের নাম দিয়েছে  ‘আমার হিরো’। কিস্তিতে কেনা বাইকের রেজিস্ট্রেশন ফিও কিস্তিতে পরিশোধের সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে দেশের বাজারে হিরোর একটি ১০২ সিসির স্কুটার এবং আটটি বিভিন্ন মডেলের বাইক রয়েছে। এসব বাইকের দাম ৮২ হাজার টাকা থেকে ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকার মধ্যে।

এবি/রাতদিন