দিনাজপুরে ছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টায়’ শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে ১০ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  ওই শিক্ষকের নাম এনামুল হক (২৬)।

গতকাল শনিবার, ১৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। পরে মেয়েটির মা মামলা করলে উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটি ওই মাদ্রাসা লেখাপড়া করে।

এজাহার সূত্রে জানা যায়, পাঠদানকালে শিক্ষক এনামুল হক মাদ্রাসার সব শিক্ষার্থীকে কৌশলে ২০ মিনিটের জন্য বিরতি দিয়ে বাইরে পাঠান। পরে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে অন্যরা এসে তাকে উদ্ধার করে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরআই/রাতদিন

মতামত দিন