দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত কিশোর না ফেরার দেশে

দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিউল ইসলাম নামের ওই কিশোর (১৭) এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

মঙ্গলবার, ৬ আগষ্ট  ভোরে হাসপাতালে ভর্তির ৫ দিনের মাথায় মারা যায় রবিউল।

নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খইরুল কবির জানান, নিহত রবিউল ইসলাম আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছিল। তবে হাসপাতালে এখন আর কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানান তিনি।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন  হয়ে ৮৬ জন।এদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।