দিনাজপুর বোর্ডে গণিতের কঠিন প্রশ্নে কমেছে জিপিএ-৫

গণিত বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণের তাগিদ

দিনাজপুর শিক্ষা বোর্ডে বিগত বছরের তুলনায় এবার ফলাফল ভালো। তবে অকৃতকার‌্যদের অধিকাংশই গণিতে ফেল করেছে। শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কঠিন হয়েছে বলে খোদ পরীক্ষা নিয়ন্ত্রকই স্বীকার করেছেন।

জানা গেছে, ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫। এবারে গড় পাসের হার ৮৪.১০ শতাংশ।

ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার ফলাফল ভালো। তবে যারা ফেল করেছে তাদের অধিকাংশই গণিতে ফেল করেছে। যারা প্রশ্ন ও উত্তরপত্র তৈরি করেছে তারা বিশেষভাবে প্রশিক্ষিত। ফলে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কঠিন হয়েছে।

আগামীতে শিক্ষার্থীদের গড়ে তুলতে গণিত বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৩৫ জন।

এবি/রাতদিন