দেশে আরও ৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবে: প্রধানমন্ত্রী

দেশে নতুন করে আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও করোনাভাইরানের সংক্রমণ রোধে এবারের রমজানের তারাবির নামাজ বাসায় পড়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে ঢাকা বিভাগের ৯টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে ৫০ লাখ মানুষের রেশন কার্ড আছে। আমরা আরো ৫০ লাখ মানুষকে কার্ড করে দেবো। চাল বিতরণে বেশ কিছু নিয়ম ভঙ্গের তথ্য পাওয়ার পর আমরা আপাতত চাল বিতরণ কর্মসূচি বন্ধ রেখেছি। সামনে নতুনভাবে এ কার্যক্রম শুরু হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। যারা দিনমজুর কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্যাকেজ ঘোষণা করেছি। সবাইকে সহযোগিতা করব। মানুষের কাছে হাত পাততে পারে না যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড করে দেব।’

এদিকে আসন্ন রমজানে তারাবির নামাজ বাসায় পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সৌদি আরবের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সৌদি আরব, সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবির নামাজও সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে।’

তিনি আরো বলেন, ‘এই বিষয়গুলো থেকে আমাদেরও শেখার আছে। যে কারণে আমরা মসজিদে না গিয়ে নিজের ঘরে বসে নামাজ পড়তে পারি। আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যেকোনো জায়গায় বসে করতে পারেন। এটা তো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সামনে রোজা। রমজান মাসে যেন আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর অসুবিধা না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। ’

জেএম/রাতদিন