দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে ইসলামী যুব আন্দোলন। ‘দ্রব্যমূল্য কমাও, জনগণ বাঁচাও’ এরকম শ্লোগান উচ্চারিত হয় ওই মিছিল থেকে। 

শুক্রবার, ১৩ ডিসেম্বর বিকেল পাঁচটায় রংপুর মহানগরীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগরীর সিটি পার্ক মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী, প্রেসক্লাব মোড় হয়ে সিটি করপোরেশন চত্বরে গিয়ে শেষ হয়।

 এরআগে বিকেল সাড়ে চারটায় সিটি পার্ক মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে অবিলম্বে চাল, ডাল, পেঁয়াজ, তেল, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবি জানান বক্তারা। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি মুফতি আবদুর রহমান কাশেমী বলেন, কোন কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই বলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বাড়ছে। মন্ত্রীদের ব্যর্থতায় এখন সবকিছুতে সিন্ডিকেট তৈরি হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন রংপুর মহানগর সভাপতি মাওলানা এরশাদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

জেএম/রাতদিন