ধসে পড়েছে সৈয়দপুর বিমানবন্দরের দেয়াল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের (বিমানবন্দর পশ্চিমপাড়া) দেয়ালটি প্রায় ৫০ ফুটের মত ধসে পড়েছে।

শনিবার, ২৫ আগস্ট রাতে বিকট শব্দে বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ধসে পড়ে। এতে অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি।

এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দরের সুরক্ষার জন্য পুরো বিমানবন্দর এলাকাটি কয়েক বছর আগে ইটের গাঁথুনি দিয়ে সীমানা প্রাচারটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজের মান ভালো না থাকায় ও মেরামত এবং সংস্কার না করায় দেয়ালটি ভেঙে পড়ে। এতে বিমানবন্দরের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, ‘দ্রুত সীমানা প্রাচীর মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা দেয়া হবে।’

এনএইচ/রাতদিন