নিথর এরশাদ গাড়িতে, লাখো ভক্ত পায়ে হেঁটে

রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার, ১৬ জুলাই দুপুর ২টা ২৮ মিনিটে অনুষ্ঠিত হয় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামাজে জানাজা। এরপর কড়া পাহারায় সেখান থেকে মরদেহ বের করা হয়। জানাজা শুরুর আগে এরশাদের ভাই জিএম কাদেরের সর্বশেষ ঘোষাণা অনুযায়ী রংপুর সেনানিবাসে রাখা হেলিকপ্টারে এরশাদের মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকায়।

তবে শেষ পর্যন্ত সীদ্ধান্ত বদলে যায়। কালেক্টরেট মাঠ থেকে মরদেহবাহী গাড়ি বের করে রংপুর শহরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রংপুর-ঢাকা মহাসড়কের দর্শনা মোড় এলাকার পল্লী নিবাসে। সেখানকার লিচু বাগানে এরশাদের জন্য প্রস্তুত কবরেই তাঁর মরদেহ দাফন করা হবে।

মরদেহবাহী গাড়িটির সামনে-পেছনে প্রয়াত এরশাদের লাখো নেতাকর্মী ও ভক্তরা পায়ে হেঁটেই পল্লীনিবাসের দিকে যাচ্ছিলেন। বিকাল পাঁচটার কিছু আগে তাঁর মরদেহ পৌঁছে পল্লীনিবাসে।

ছবিগুলো তুলেছেন মেজবাহুল হিমেল :