দেশব্যাপি সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙচুর ও বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ।
শনিবার, ৯ জানুয়ারি দুপুরে উপজেলার মেডিকেল মোড় থেকে এ উপলক্ষ্যে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেটে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অশ্বনি কুমার বসুনিয়া, সম্পাদক ধনঞ্জয় কুমার রায়, সিনিয়র সহ সভাপতি সুবল সরকার, সদস্য সুধান্ন কুমার বর্মন।
বক্তারা পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ সংখ্যালঘু পরিবারের উপর হামলায় জড়িতদের এবং চট্টগ্রামের স্মৃতি বিজরিত বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবী জানান।
জেএম/রাতদিন