নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলহাজ্ব মোকছেদুল হক আর নেই (ইন্নালিল্লাহে… রাজেউন)। মাত্র ৫৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
আজ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর বাদ জোহর নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কাছারিপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল সোমবার, ৬ সেপ্টেম্বর দিনগত রাত ১০ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, অংসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে যান তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, প্রফেসর মোকছেদুল হক ছিলেন সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মোর্শেদা বেগমের স্বামী।
জেএম/রাতদিন