নড়াইলের কালিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে হাট-বাজারে জনসমাগম ও আড্ডা বন্ধে, উপজেলা প্রশাসন সর্বস্তরের মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়েছেন।
বৃহস্পতিবার, ২ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত কালিয়ার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালাতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলাধীন কালিয়া বাজার, কালিয়া বাসষ্ট্যান্ড, কাঞ্চনপুর, খেয়াঘাট, নোয়াগ্রাম, বারইপাড়া ফেরীঘাট ও বড়দিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটরযান নিয়ে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার অপরাধে ৫ মোটর সাইকেল আরোহীকে ৫০০ টাকা করে জরিমানার করেন।
এসময় হাট-বাজারে অপ্রয়োজনে ঘোরাফেরাসহ জনসমাগম ও আড্ডা বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা।
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উজ্জ্বল রায়/জেএম/রাতদিন