হত্যার শিকার রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ডের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন বলে বার্তা২৪.কম এক খবরে জানিয়েছে।
তিনি নয়ন নিহত হওয়ার পর মঙ্গলবার, ২ জুলাই সকালে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকালে যখন বাবা তাড়াহুড়া করে এসে বললো- নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে, এটা শুনেই আলহামদুলিল্লাহ বলেছি। বিচারের জন্য আমাকে অপেক্ষা করতে হল না।’
মিন্নি বলেন, আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি।
তিনি আরো বলেন, সরাসরি যারা অংশগ্রহণ করে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদেরও আমি এমন শাস্তি চাই।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, শুরু থেকেই আমরা প্রশাসনের সহযোগিতা পাচ্ছিলাম। নয়ন বন্দুকযুদ্ধে মারা গেছে, এতে আমার সদ্য বিধবা হওয়া মেয়ে যেমন শান্তি পেয়েছে; ঠিক তেমনই আমার জামাই রিফাত, সেও কবর থেকে শান্তি পাবে।
মঙ্গলবার, ২ জুলাই ভোরের দিকে বরগুনায় প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহ নেওয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ঘাতক নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
এবি/রাতদিন