পশুর সাথে মানুষের পশুত্ব! হাতীবান্ধায় রক্তাক্ত ছাগল থানায়

লালমনিরহাটের হাতীবান্ধায় বাদামের পাতা খাওয়ায় ছাগলকে ধাঁরালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আবু বক্কর নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনার পরপরেই বিচারের দাবিতে আহত ছাগলটিকে নিয়ে থানায় হাজির হন এর মালিক কৃষক রফিকুল ইসলাম ভুট্টু।

বৃহস্পতিবার, ২৮ মে বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের বিজিবি ক্যাম্পের উত্তর পার্শ্বে ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবু বক্কর (৫৫) উপজেলার ওই এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে ও ভুট্টু’র প্রতিবেশী।

রফিকুল ইসলাম ভুট্টু জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাগলটি আবু বক্করের জমিতে গিয়ে বাদাম পাতা খায়। এ সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে ছাগলটিকে কোপায়। এতে ছাগলটির পিছনের ডান পায়ের উপরের অংশে ক্ষত সৃষ্টি হয়ে রক্তক্ষরণ হয়।

পরে ছাগলের মালিক কৃষক ভুট্টু মিয়া ছাগলটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিচারের দাবিতে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত আবু বক্করের সাথে কথা বলতে তার ছেলে জাহিদুলের ফোনে কল করা হলে তিনি জানান, আমি এসব কিছু জানিনা। আর তাছাড়া আমি বাজারে দোকান করি। তাই কিছু বলতে পারছি না।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, কোন প্রানী বা পশুর সাথে এমন কাজ করা কখনোই ঠিক নয়। বিষয়টি থানায় অবগত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

জেএম/রাতদিন