লালমনিরহাটের পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন ডেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসরাণ দাবি করা হয়েছে। আজ সোমবার, ১১ জানুয়ারি স্থানীয় পাথর ও বালু ব্যবসায়ী এবং শ্রমিকরা এ দাবি করেছেন। এর আগে গত ৩১ ডিসেম্বর উপজেলা ঠিকাদার অ্যাসোশিয়েশন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ইউএনও কামরুন নাহারের অপসারণ দাবি করেছিল।
দুপুরে বিক্ষোভ শেষে পাটগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পাথর ও বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন লিপু।
তিনি দাবি করেন, গত ৮ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক স্মারকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পাথর কোয়ারী নিয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও অংশীজনের সাথে মতবিনিময় সভা করেন। সভার বিষয়ে স্থানীয় পাথর, বালু ব্যবসায়ী ও শ্রমিকদের না জানিয়ে পাশের জেলার ব্যবসায়ীদেরকে ডেকে আনা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় পাথর, বালু ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও বিষয়টি নিয়ে দায়িত্বে অবহেলা করেছেন মন্তব্য করে মোফাজ্জল হোসেন লিপু ইউএনওর অপসারণ দাবি করেন।
তিনি আরও দাবি করেন, কামরুন নাহার পাটগ্রামে যোগ দেওয়ার পর থেকে জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানি করছেন। তিনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন।
দ্রুত ইউএনও কামরুন নাহারকে অপসারণ করা না হলে রাস্তাঘাট অচলের হুঁশিয়ারী দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে।
সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমুল হুদা রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঠিকাদার মো. আবু নাঈম জাহাঙ্গীর রুবেল, পৌর যুবলীগের সভাপতি বিজয় কুমার শুর এবং পাটগ্রাম পাথর ও বালু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মফিজুল ইসলাম।
এইচএ/রাতদিন