লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের প্রিয়মুখ শাহনেওয়াজ পারভেজ রাজীব আর নেই (ইন্নালিল্লাহি… রাজেউন)। বেশ কিছুদিন যাবৎ হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মাত্র ৪০ বছর বয়সে পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন রাজীব।
তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রধানের বড় ছেলে। জন্মগ্রহন করেন বহুল আলোচিত দহগ্রামে। তিন ভাইয়ের মধ্যে রাজীব ছিলেন জ্যেষ্ঠ।
জীবিত অবস্থায় তিনি ধবলসতি সরকারি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পাটগ্রামের ক্রিড়া, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে ব্যাপক অবদানের কারনে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। সদা হাস্যোজ্জ্বল রাজিব পাটগ্রামের রাজনৈতিক ও সামাজিক পরিমন্ডলেও নিজস্ব স্বকীয়তায় একটি অনন্য পরিমন্ডল তৈরী করেন।
পাটগ্রামে দারিদ্র্য বিমোচন, ভিক্ষাবৃত্তি প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, মানব সম্পদ এর উন্নয়ন, শারীরিক ও মানষিক প্রতিবন্ধী এবং সমাজের দলিত ও বিশেষ শ্রেণীর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত “প্রত্যয়ী” সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এ সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
আজ মঙ্গলবার, ১ মার্চ বিকেল সোয়া পাঁচটায় পাটগ্রাম টিএন হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
জানাজা শেষে পাটগ্রামের কোটতলী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
তার অকাল মৃত্যুতে পাটগ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।